Header Ads Widget

Responsive Advertisement

চাঁদ দেখা গেছে, রোববার থেকে রোজা

বাংলা নিউজপেপার (𝔹𝕒𝕟𝕘𝕝𝕒 ℂ𝕒𝕟𝕧𝕒𝕤 - বাংলার ক্যানভাস)

শনিবার, ০১ মার্চ ২০২৫ , ০৬:২৪ 


বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার (২ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখা গেছে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ১৫ জেলা থেকে চাঁদ দেখার খবর এরইমধ্যে আমাদের হাতে এসেছে। রোববার (২ মার্চ) থেকে রমজান মাস গণনা শুরু হবে। ২৭ মার্চ দিনগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।


এদিকে, চাঁদ দেখা যাওয়ায় এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোরে রোজা রাখার উদ্দেশে সেহরি খাবেন তারা।


এর আগে, সৌদি আরবসহ বিশ্বের বেশ কিছু দেশে শুক্রবার রমজানের চাঁদের দেখা গেছে। ফলে, শনিবার থেকে এসব দেশে রমজান শুরু হয়েছে।


এ ছাড়া সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষও শনিবার রোজা শুরু করেছেন। তারা শুক্রবার রাতে তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু করেছেন।


Post a Comment

0 Comments